হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে জনমত জরিপে এগিয়ে সংস্কারপন্থি নাথাফং

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অংশ নেবে প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের রক্ষণশীল ভুমজাইথাই পার্টি, সাবেক ক্ষমতাসীন ফিউ থাই পার্টি এবং সংস্কারপন্থি পিপলস পার্টি। তবে জনমত জরিপে এগিয়ে আছে সংস্কারপন্থি পিপলস পার্টি। শুক্রবার প্রকাশিত সুয়ান দুসিত বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, সংস্কারপন্থি পিপলস পার্টি নেতা নাথাফং রুয়েংপানিয়াউত জনমত জরিপে অন্য দলের প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন। ৩৫ দশমিক ১ শতাংশ উত্তরদাতা তাকে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী অনুতিন পেয়েছেন ১৬ দশমিক ১ শতাংশ আর ২১ দশমিক ৫ শতাংশ জনসমর্থন পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ফিউ থাই পার্টি থেকে প্রধানমন্ত্রী প্রার্থী ইয়োশানান ওংসাওয়াত।

১৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ২৬ হাজার ৬২১ জনের ওপর এ জরিপ চালানো হয়।

সংস্থারপন্থি পিপলস পার্টি হরো মুভ ফরোয়ার্ডের উত্তরসূরি, যে দল ২০২৩ সালের নির্বাচনে জয়ী হয়েছিল। কিন্তু রক্ষণশীল আইনপ্রণেতাদের বাধার কারণে সরকার গঠন করতে পারেনি।

আনুতিন প্রধানমন্ত্রী হিসেবে ১০০ দিনেরও কম সময়ের মধ্যে ১২ ডিসেম্বর একটি আগাম নির্বাচনের ডাক দেন, যেখানে একটি বিশৃঙ্খল সংসদীয় অধিবেশন অনুষ্ঠিত হতে পারত এবং যা অনাস্থা ভোট ও তার ভঙ্গুর সংখ্যালঘু সরকারের পতনের দিকে পরিচালনা করতে পারত।

দেশটিতে সাবেক প্রদানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পর ক্ষমতায় আসেন আনুভিন চার্নভিরাকুল। ক্ষমতা নেওয়ার পর ১০০ দিনের কম সময়ের মধ্যেই গত বছরের ১২ ডিসেম্বর আগাম নির্বাচনের ডান দেন তিনি। থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার তিন সপ্তাহের তীব্র সীমান্ত সংঘাতের সময় এটি ঘটেছিল।

এদিকে, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের করা আরেকটি জরিপেও এগিয়ে আছেন নাথাফং। ২৯ শতাংশ জনগণ সমর্থন জানিয়েছেন তাকে, যা মাসের শুরুতে ছিল ২৪ দশমিক ৭ শতাংশ। এ জরিপে আনুতিনের সমর্থন ২২ দশমিক ২ শতাংশ।

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত ১৭০

আদানির সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে লন্ডনের আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

চীনে মাফিয়া পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

বন্দর পুনর্দখল নিয়ে অস্ট্রেলিয়াকে চীনের সতর্কতা

উত্তর কোরিয়ার রকেট লঞ্চার পরীক্ষা, আঘাত করবে ৩৫৮ কিমি দূরের লক্ষ্যবস্তুতে

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজ ৩২

ঘুষ মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ২০ মাসের কারাদণ্ড

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধস, আটকে পড়া ২৩ সেনা নিহত

এক দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সিঙ্গাপুরি ডলার

ফিলিপাইনে ফেরিডুবি, নিহত বেড়ে ১৮