উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে তার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। রাষ্ট্রায়ত্ত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) মঙ্গলবার জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ইয়াং সঙ হোকে “তাৎক্ষণিকভাবে” পদচ্যুত করা হয়েছে।
কিমের ভাষ্য অনুযায়ী, কর্মকর্তারা “দায়িত্বহীন, অভদ্র ও অযোগ্য” এবং “অনেকে দীর্ঘদিন পরাজয়বাদ, দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তায় অভ্যস্ত হয়ে পড়েছে।”
কেসিএনএ’তে কিমের উদ্ধৃত বক্তব্যে বলা হয়, “ইয়াং ভারী দায়িত্ব পালনের যোগ্য নয়। সহজভাবে বললে, এটি আমাদের কর্মকর্তার নিয়োগ প্রক্রিয়ায় একটি ভুল—গাড়ি বেঁধে দেওয়া হয়েছে ছাগলের পিঠে, যেখানে ওক্স টানবে।”
ইয়াং সঙ-হো আগে যন্ত্রপাতি শিল্পমন্ত্রী ছিলেন এবং পরে ওই খাতের দায়িত্বে সহপ্রধানমন্ত্রীর পদে উন্নীত হন। তিনি ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব পরিষদের বিকল্প সদস্যও ছিলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ। তার উত্তরসূরি এখনো ঘোষণা করা হয়নি।
এসআর