হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানি ৬ হাজার ছাড়াল

আমার দেশ অনলাইন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। বার্তা সংস্থা এএফপি সোমবার এ তথ্য প্রকাশ করেছে।

এইচআরএএনএ জানায়, এখন পর্যন্ত ৫ হাজার ৮৪৮ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে সংস্থাটি আশঙ্কা করছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ প্রায় ১৭ হাজার ৯১ জনের সম্ভাব্য মৃত্যুর ঘটনা এখনো যাচাই–বাছাইয়ের আওতায় রয়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই ইসলামী শাসনব্যবস্থাবিরোধী এক ব্যাপক গণআন্দোলনে রূপ নেয়। বিশেষ করে ৮ জানুয়ারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনী নজিরবিহীন কঠোরতা দেখিয়েছে এবং অনেক ক্ষেত্রে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হয়েছে।

পরিস্থিতি আড়াল করতে সরকার দেশজুড়ে টানা ১৮ দিন ইন্টারনেট সংযোগ বন্ধ রাখে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস একে ইরানের ইতিহাসে নজিরবিহীন ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ হিসেবে বর্ণনা করেছে।

এই অভ্যন্তরীণ সংকট ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সরাসরি সামরিক হস্তক্ষেপ নিয়ে দ্বিধায় থাকলেও সাম্প্রতিক সময়ে কড়া অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে একটি বড় নৌবহর পাঠাচ্ছে।

এর প্রতিক্রিয়ায় সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে জানায়, যেকোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা ‘দাঁতভাঙা জবাব’ দিতে প্রস্তুত। একই সঙ্গে তেহরান ওয়াশিংটনকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে।

মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়ায় হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণ করা জটিল হয়ে উঠেছে। এইচআরএএনএ জানায়, বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত অন্তত ৪১ হাজার ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, ইরান সরকার গত সপ্তাহে প্রকাশিত এক সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৩ হাজার ১১৭ জন বলে দাবি করেছে। সরকারি ভাষ্য অনুযায়ী, নিহতদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা সহিংসতার শিকার সাধারণ নাগরিক।

তবে ইরানের বাইরে থেকে পরিচালিত ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’ আরও ভয়াবহ দাবি করেছে। তাদের মতে, শুধু ৮ ও ৯ জানুয়ারির মধ্যেই নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

তবে এএফপি জানিয়েছে, নথি ও সূত্রের বরাতে করা এই দাবিগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইন্টারনেট বন্ধ থাকায় ইরানে চলমান দমন অভিযানের প্রকৃত চিত্র এখনো আন্তর্জাতিক মহলের কাছে স্পষ্ট নয়।

এসআর

গাজা থেকে শেষ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরাইলের

গাজা থেকে শেষ জিম্মির লাশ উদ্ধারের দাবি ইসরাইলের

কাটছাঁট হচ্ছে সৌদি আরবের উচ্চাভিলাষী ‘নিওম’ প্রকল্পে

বিক্ষোভে উসকানিদাতাদের কোনো ছাড় নয়: ইরান

গাজার রাফাহ সীমান্ত ‘সীমিতভাবে’ পুনরায় খুলবে ইসরাইল

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ৩

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান মিশরের

গাজা দখলের আহ্বান জানালেন ইসরাইলি মন্ত্রী

অসুস্থতা ও নিরাশার মধ্যে গাজার শরণার্থী জীবন

আল জাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইসরাইল