অস্ত্রসহ যুবদল নেতা আটক

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৭: ১৫

নোয়াখালীর চাটখিল উপজেলায় অস্ত্রসহ এক যুবদল নেতাকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ জুন) রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন যুবদল সভাপতিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আটক যুবদল সভাপতি জাহিদুল ইসলাম রুবেল (৩৮) কে একটি দেশী পিস্তল, ৩০৩ রাইফেল গুলি, ৭ রাউন্ড ১২ বোর কার্তুজ ও একটি লোহার তৈরি চাপাতিসহ তার বাড়ি থেকে আটক করেছে। তিনি রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের হোসেন চৌধুরীর ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ব্যাপারে থানায় অস্ত্র মামলা হয়েছে। রুবেলকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত