আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নূর মোহাম্মদ আইজিপি থাকাকালে দখল করেন ১৩০ একর জমি

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
নূর মোহাম্মদ আইজিপি থাকাকালে দখল করেন ১৩০ একর জমি

সাবেক আইজিপি ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও নূর মোহাম্মদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী উপজেলা সদরের একটি হলরুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কটিয়াদী উপজেলার চাঁনপুর ইউনিয়নের মন্ডলভোগ গ্রামের মৃত হাজী নুরুল আমিনের পরিবার।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল আমিনের বড় ছেলে সিরাজুল আমিন।

তিনি জানান, ২০০৮ সালে নূর মোহাম্মদ ও তার ভাগ্নের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের পরিবারের ১৩০ একর জমি দখল করে নেয়। পরবর্তীতে আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়া সত্ত্বেও জমি থেকে বালি ও গাছ বিক্রি, ইটভাটা ও অন্যান্য ব্যবসা চালিয়ে আসছে তারা।

এছাড়া ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি, এলাকা ছাড়তে বাধ্য করা এবং মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও করেন সিরাজুল আমিন। জমি দখলের ঘটনায় একাধিকবার স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমে অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী পরিবার প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে ন্যায়বিচার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন