আল্লাহ-রাসুলের আদর্শেই আমাদের রাজনীতি: মুফতি শরাফাত হোসাইন

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১১: ৫৮

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি শরাফাত হোসাইন বলেছেন, ‘আমরা পেটপূজার জন্য রাজনীতি করি না, করি আল্লাহ এবং তাঁর রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের জন্য।’

বিজ্ঞাপন

বুধবার (১১ জুন) রাতে বোয়ালমারী উপজেলার অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোয়ালমারী উপশাখার আয়োজনে অনুষ্ঠিত সদস্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি শরাফাত বলেন, “আমাদের জেল-জুলুম, ফাঁসি, নির্যাতন দিয়ে ইসলামের পথ থেকে সরানো যাবে না। আমরা জানি, এই দেশে কিছু রাজনীতিক আছে, যারা শুধু ক্ষমতার মসনদে বসার জন্য ১৬ বছরের রাজনীতি করে, পরে আবার ‘চাঁদা’ আদায় শুরু করে দেয়। এতে মনে হয় এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আরেকজন তার জায়গা দখল করেছে। আমরা কাউকে ভয় করি না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই আমরা জন্ম নিয়েছি। তুমি যে-ই হও, অন্যায়ের পাশে দাঁড়ালে আমরা তোমার বিরুদ্ধেই বলবো।”

তিনি আরও বলেন, “এই দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে, তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছেন, আসুন আমরা এক কাতারে দাঁড়াই। ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটিই পথ— ঐক্য। আমরা চাই এ দেশ হোক শান্তির, ন্যায়ের ও ইসলামী মূল্যবোধের।”

তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “এ দেশের শাসনব্যবস্থা পরিচালিত হোক আল্লাহ ও রাসুল (সা.)-এর আদর্শ অনুযায়ী। সেই লক্ষ্যেই আমরা রাজনীতি করি, আন্দোলন করি এবং জীবন উৎসর্গ করতে প্রস্তুত।”

খেলাফত মজলিস বোয়ালমারী উপশাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ মিসবাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহ আকরাম আলী।

মুফতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাহাবুবুর রহমান প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত