ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইছামতি নদীর ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর তানজিদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা
শুক্রবার সকাল ৯টায় ব্রিজ থেকে প্রায় ১০০ গজ দূরে তার লাশ উদ্ধার করা হয়। মৃত তানজিদ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আজিজপুর গ্রামের চান মিয়ার ছেলে। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তানজিদ যন্ত্রাইল ইছামতি নদীর ব্রিজ থেকে পানিতে লাফ দেয়। পরে সে ডুবে যায়। সংবাদ পেয়ে স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দোহার ফায়ার স্টেশনে খবর দেয়। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ডুবুরিরা দুই ঘণ্টা চেষ্টা করে ব্রিজের ১০০ গজ দূরে তার লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দোহার ফায়ার স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, পানিতে ডুবে যুবক নিখোঁজের সংবাদ পেয়ে ঢাকা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স ও দোহারের ৯ সদস্যের একটি ডুবরি দল শুক্রবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু করে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করে।

