মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ট্রলারডু‌বি, চালক নি‌খোঁজ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯: ০৮

মাদারীপুর সদর উপজেলার বাহেরচর কাতলা এলাকায় আনন্দ ভ্রম‌ণের এক‌টি ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়। শুক্রবার রাত ৯টার দি‌কে আড়িয়াল খাঁ নদে এ ঘটনা‌ ঘ‌টে। এ ঘটনায় ট্রলা‌রচালক সুমন সিপাই (২৮) নি‌খোঁজ র‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

সুমন সিপাই মাদারীপুর সদর উপ‌জেলার পাঁচ‌খোলা ইউনিয়‌নের বা‌হেরচর কাতলা গ্রা‌মের কালু সিপাইয়ের ছে‌লে। তি‌নি আড়িয়াল খাঁ ন‌দে ট্রলার চা‌লি‌য়ে জী‌বিকা নির্বাহ কর‌তেন।

মাদারীপুর সদর থানার পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার কার্যক্রম চালি‌য়ে‌ছে ব‌লে সদর থানার ওসি আদিল হো‌সেন জা‌নি‌য়ে‌ছেন।

ওসি স্থানীয়‌দের বরা‌তে জানান, রাত ৯টার দি‌কে আড়িয়াল খাঁ ন‌দের বা‌হেরচর কাতলা এলাকায় তাল্লুক গ্রা‌মের ১৩ জ‌ন ট্রলা‌রযো‌গে আনন্দ ভ্রমণ শে‌ষে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় ওই ট্রলা‌রের সঙ্গে বালুবোঝাই বাল্ক‌হে‌ডের ধাক্কা লা‌গে। এতে ঘটনাস্থ‌লেই ট্রলার‌টি ডু‌বে যায়। এসময় ট্রলা‌র চালক, নারী শিশুসহ ১৪ জন যাত্রী ছি‌ল। প‌রে ১৩ যাত্রী পা‌ড়ে উঠ‌লেও ট্রলা‌রের চালক সুমন সিপাই নি‌খোঁজ র‌য়ে‌ছে। ঘটনার প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। আর ফায়ার সা‌র্ভিসের লোকজন শ‌নিবার সকা‌লে তাকে উদ্ধা‌রে কাজ কর‌বেন।

ত‌বে ফায়ার সা‌র্ভিসের লোকজন‌কে খবর দি‌লেও রা‌তে ঘটনাস্থ‌লে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছে নি‌খোঁজের প‌রিবার।

এ ব‌্যাপা‌রে সুমন সিপাইর চাচা‌তো ভাই সোহাগ সিপাই মু‌ঠো‌ফো‌নে ব‌লেন, ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সা‌র্ভিসে ফোন দি‌লেও তারা রা‌তে যে‌তে পার‌বেন না ব‌লে জানান। তারা রা‌তে গেলে আমার ভাইকে পাওয়া যে‌তো। সরকা‌রি জরু‌রি সেবার এমন আচরণ হ‌লে মানু‌ষের ভরসার জায়গা থাক‌লো কোথায়।

মাদারীপুর ফায়ার সা‌র্ভিসের কর্মকর্তা ম‌নির হো‌সেন বলেন, এত রা‌তে গি‌য়ে আমরা কি কর‌বো। সকা‌লে গি‌য়ে উদ্ধার তৎপরতা চালা‌বো। আমা‌দের কা‌ছে পু‌রো তথ‌্যও নেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত