উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি এলাকায় যাত্রীবাহী বাসে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আরিফুল হক সোহান (৩৪), হৃদয় আহম্মেদ (২৬), সজীব ইসলাম (৩০) ও আমির হোসেন সরদার (৫০)।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে ফতুল্লার ভূঁইঘর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি হওয়া মোবাইল ফোনসহ মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ভোরে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী জেএস ট্রাভেলসের একটি বাস ভুঁইঘর পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে চার ব্যক্তি বাস থামিয়ে নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে। এ সময় যাত্রীদের অস্ত্রের মুখে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী আফরোজা আক্তার এনি ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, আরিফুল, হৃদয় ও সজীব ডিবি পুলিশ সেজে যাত্রীদের ভয় দেখায়, মারধর করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। পরে লুণ্ঠিত ফোনগুলো স্থানীয় মোবাইল ফোন ব্যবসায়ী আমির হোসেনের কাছে বিক্রি করে। আমির ওই চোরাই ফোনের একটি শিল্পী বেগম নামে এক নারীর কাছে বিক্রি করলে পুলিশ সেটি উদ্ধার করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে বিভিন্ন রুটে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি এলাকায় যাত্রীবাহী বাসে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আরিফুল হক সোহান (৩৪), হৃদয় আহম্মেদ (২৬), সজীব ইসলাম (৩০) ও আমির হোসেন সরদার (৫০)।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে ফতুল্লার ভূঁইঘর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি হওয়া মোবাইল ফোনসহ মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ভোরে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী জেএস ট্রাভেলসের একটি বাস ভুঁইঘর পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে চার ব্যক্তি বাস থামিয়ে নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে। এ সময় যাত্রীদের অস্ত্রের মুখে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী আফরোজা আক্তার এনি ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, আরিফুল, হৃদয় ও সজীব ডিবি পুলিশ সেজে যাত্রীদের ভয় দেখায়, মারধর করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। পরে লুণ্ঠিত ফোনগুলো স্থানীয় মোবাইল ফোন ব্যবসায়ী আমির হোসেনের কাছে বিক্রি করে। আমির ওই চোরাই ফোনের একটি শিল্পী বেগম নামে এক নারীর কাছে বিক্রি করলে পুলিশ সেটি উদ্ধার করে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে বিভিন্ন রুটে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
ফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেবিকেলে প্রায় ৩০–৪০ যুবক দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা চালায় ও ভাঙচুর করে। হামলাকারীদের হাতে হকিস্টিক ও লাঠিসোঁটা ছিল। ভাঙচুর শেষে তারা ভবনটির তৃতীয় তলায় থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়।
৫ ঘণ্টা আগেসোহাগ হোসাইন বলেন, “গণ-অধিকার পরিষদ একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
৭ ঘণ্টা আগেবন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।
৭ ঘণ্টা আগে