স্টাফ রিপোর্টার, টঙ্গী
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। রোববার রাত আটটার দিকে টঙ্গীর মোল্লাবাড়ি এলাকার নিপ্পন গার্মেন্টসের সামনে সাহাজ উদ্দিন সরকার রোডের একটি গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, জিহাদ ছুটিতে বাড়িতে এসে শনিবার সন্ধ্যায় মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কলেজের ফি জমা দিতে বের হন। পথে বন্ধু রহমান ও আরিফ হোসেনের সঙ্গে সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে প্রবেশ করলে ৪-৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।
এ সময় রহমান ও আরিফ পালিয়ে যেতে সক্ষম হলেও জিহাদকে একা পেয়ে ছিনতাইকারীরা তার উরুতে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় জিহাদ দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে
স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর হোসেন মার্কেট সংলগ্ন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকা থেকে আল-আমিন , আব্দুল্লাহ ও স্বাধীন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন রশিদ বলেন, “ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। হামলাকারীরা ভিকটিমের মোবাইল বা টাকা পয়সা কিছুই নেয়নি। ঘটনাটি পূর্ব শত্রুতা বা অন্য কিছু হতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। রোববার রাত আটটার দিকে টঙ্গীর মোল্লাবাড়ি এলাকার নিপ্পন গার্মেন্টসের সামনে সাহাজ উদ্দিন সরকার রোডের একটি গলিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, জিহাদ ছুটিতে বাড়িতে এসে শনিবার সন্ধ্যায় মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কলেজের ফি জমা দিতে বের হন। পথে বন্ধু রহমান ও আরিফ হোসেনের সঙ্গে সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে প্রবেশ করলে ৪-৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।
এ সময় রহমান ও আরিফ পালিয়ে যেতে সক্ষম হলেও জিহাদকে একা পেয়ে ছিনতাইকারীরা তার উরুতে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় জিহাদ দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে
স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর হোসেন মার্কেট সংলগ্ন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকা থেকে আল-আমিন , আব্দুল্লাহ ও স্বাধীন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন রশিদ বলেন, “ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। হামলাকারীরা ভিকটিমের মোবাইল বা টাকা পয়সা কিছুই নেয়নি। ঘটনাটি পূর্ব শত্রুতা বা অন্য কিছু হতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
ফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেবিকেলে প্রায় ৩০–৪০ যুবক দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা চালায় ও ভাঙচুর করে। হামলাকারীদের হাতে হকিস্টিক ও লাঠিসোঁটা ছিল। ভাঙচুর শেষে তারা ভবনটির তৃতীয় তলায় থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়।
৫ ঘণ্টা আগেসোহাগ হোসাইন বলেন, “গণ-অধিকার পরিষদ একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
৭ ঘণ্টা আগেবন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।
৭ ঘণ্টা আগে