চুয়াডাঙ্গায় তেলবাহী ট্র্যাঙ্কলরির চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩ আহত ৫

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৮: ৫৬

চুয়াডাঙ্গায় জাফরপুরে বিজিবি ক্যাম্পের ২নং গেটের সামনে তেলবাহী ট্রাঙ্কলরির চাপায় একজন ১ নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বিজিবি ক্যাম্পের ২নং গেটের সামনে।

নিহতরা হলেন জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ার নূর মোহাম্মদের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫), হিজোলগাড়ী মাঝের পাড়ার মৃত ইরাদ আলীর মেয়ে ও বিএনপির ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিনের বড় বোন মাছুরা (৬০)। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে আল আমিন (২২), দেলোওয়ার হোসেন (৩০),ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার শিশু সন্তান (১)।

নিহতদের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে এবং আহতদের সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, জাফরপুর বিজিবি ক্যাম্পের ২নং গেটের সামনে তেলবাহী ট্রাঙ্কলরি (ঢাকা মেট্রো জ ৪৪-

০৫৪৪) ও ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক জন পুরুষ যাত্রী (৪০) নিহত হয়।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, দুর্ঘটনার পর দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে আনা হয়েছে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো ১ জন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত