জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় জাফরপুরে বিজিবি ক্যাম্পের ২নং গেটের সামনে তেলবাহী ট্রাঙ্কলরির চাপায় একজন ১ নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বিজিবি ক্যাম্পের ২নং গেটের সামনে।
নিহতরা হলেন জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ার নূর মোহাম্মদের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫), হিজোলগাড়ী মাঝের পাড়ার মৃত ইরাদ আলীর মেয়ে ও বিএনপির ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিনের বড় বোন মাছুরা (৬০)। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে আল আমিন (২২), দেলোওয়ার হোসেন (৩০),ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার শিশু সন্তান (১)।
নিহতদের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে এবং আহতদের সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, জাফরপুর বিজিবি ক্যাম্পের ২নং গেটের সামনে তেলবাহী ট্রাঙ্কলরি (ঢাকা মেট্রো জ ৪৪-
০৫৪৪) ও ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক জন পুরুষ যাত্রী (৪০) নিহত হয়।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, দুর্ঘটনার পর দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে আনা হয়েছে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো ১ জন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গায় জাফরপুরে বিজিবি ক্যাম্পের ২নং গেটের সামনে তেলবাহী ট্রাঙ্কলরির চাপায় একজন ১ নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বিজিবি ক্যাম্পের ২নং গেটের সামনে।
নিহতরা হলেন জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ার নূর মোহাম্মদের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫), হিজোলগাড়ী মাঝের পাড়ার মৃত ইরাদ আলীর মেয়ে ও বিএনপির ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিনের বড় বোন মাছুরা (৬০)। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে আল আমিন (২২), দেলোওয়ার হোসেন (৩০),ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার শিশু সন্তান (১)।
নিহতদের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে এবং আহতদের সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, জাফরপুর বিজিবি ক্যাম্পের ২নং গেটের সামনে তেলবাহী ট্রাঙ্কলরি (ঢাকা মেট্রো জ ৪৪-
০৫৪৪) ও ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক জন পুরুষ যাত্রী (৪০) নিহত হয়।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, দুর্ঘটনার পর দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে আনা হয়েছে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো ১ জন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। টাকা নিয়ে জমি উদ্ধার করে দেওয়ার অভিযোগ রয়েছে আটকদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে।ৎ
১ ঘণ্টা আগেবাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ জনগণের পাশে দাঁড়াতে পারেনি, বরং তারা একটি শ্রেণিবিশেষের স্বার্থ রক্ষার যন্ত্রে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের শাসনের ভিত্তি রচিত হয়েছে।
৫ ঘণ্টা আগেতার মা ও ছোট বোনের পরকীয়াজনিত অনৈতিক সম্পর্ক নিয়ে তিনি প্রতিবাদ করে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে সোমবার (৭ জুলাই) গভীর রাতে অজ্ঞাতনামা ৮-১০ জন সন্ত্রাসী তাকে বসতঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায়। এ সময় তারা বাবুকে মারধর করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
৫ ঘণ্টা আগেকিছুদিন আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সেখানে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এরপর বিএসএফ তাদের পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেন।
৬ ঘণ্টা আগে