মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, নারীসহ আটক ৪

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯: ৩৫
আটক নারী ইউপি সদস্যসহ চারজন

ঝিনাইদহের মহেশপুরে এক ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি স্থানীয় ইউপি সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার নিমতলা (ফতেপুর) গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুস সামাদ ৩ জুলাই রাত ১১টার দিকে মহেশপুর ডিগ্রি কলেজ মোড়ের নিজের মুদি দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়িতে রওনা দেন। রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ফতেপুর ইউনিয়নের কদমতলা কাজলা বাড়ির মোড়ে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে।

আব্দুস সামাদ জানান, তারা চলন্ত মোটরসাইকেলে লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তার পাশে পড়ে যান। পরে তারা মারধর করে তার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা, একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পরদিন রাতে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুস সামাদ। অভিযোগের ভিত্তিতে মহেশপুর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল (৫ জুলাই)

রাতে অভিযান চালিয়ে মহেশপুর শহরের গুলশানপাড়া এলাকা থেকে চারজনকে আটক করে।

আটককৃতরা হলেন কদমতলা গ্রামের সুমন মিয়া (২৬), বগুড়ার নুনগুলা ইউনিয়নের লুৎফর রহমান (২৩), নাটিমা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সালমা খাতুন (৪৫) ও কদমতলার সাকিল খান (২৬)।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের ছিনতাই মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত