
ফুলবাড়ীয়ায় ২৬৭তম ‘হুম গুডি’ খেলায় লাখো মানুষের ঢল
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জমিদার আমলের তালুক-পরগনা সীমানার তেলিগ্রাম বড়ইআটা গ্রামে পৌষসংক্রান্তিতে দুই জমিদারের রেখে যাওয়া সীমানায় ঐতিহ্যবাহী গুডি খেলায় লক্ষাধিক মানুষের ঢল নামে। ফুলবাড়ীয়া, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও ত্রিশাল উপজেলা থেকে লক্ষাধিক দর্শনার্থী খেলাটি এক নজর দেখতে ভীড় করেন।
















