
রামগঞ্জে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
ডেবিল হান্ট এর অংশ হিসেবে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লামচর ইউনিয়নের লামচর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আবুল খায়ের ভূঁইয়াকে। তিনি লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ডেবিল হান্ট এর অংশ হিসেবে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লামচর ইউনিয়নের লামচর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আবুল খায়ের ভূঁইয়াকে। তিনি লামচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

হাদির হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকল্পে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
এ সময় আস্তানা থেকে চারটি দেশি পিস্তল, দুটি দেশি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, আটটি তাজা কার্তুজ, তিনটি ফাঁকা কার্তুজ ও সাতটি দেশীয় অস্ত্রসহ মিন্টু বাহিনীর অন্যতম সদস্য আহসান উল্লাহকে (৪৫) আটক করা হয়।

মুহূর্তে আগুনের লেলিহান শিখা নিচতলায় ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে সেখানে বাধা দেন উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।












দক্ষিণ চট্টগ্রামের পাঁচ আসন







কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ
