বাকি অধিনায়কদের সঙ্গে ভালো বোঝাপড়া, তাই ফিরে এসেছেন শান্ত

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৩: ৫৭

সবশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। তখন বলা হয়েছিল অভিমান থেকেই এমন সিদ্ধান্ত নেন তিনি। তবে পরবর্তীতে আয়ারল্যান্ড সিরিজের আগেই সিদ্ধান্ত বদল হয়েছে। টেস্ট অধিনায়ক হিসেবে ফিরেছেন শান্ত। কেন ফিরলেন? সেই ব্যাখ্যা দিয়েছেন আজ সোমবার টেস্ট সিরিজ শুরুর আগের দিন।

শান্ত জানান, ক্রিকেট বোর্ডের সঙ্গে ভালো হয়েছে। ভবিষ্যতে সমস্যা হলে কেমন সমাধান হতে পারে সেটা নিয়েও তার কথা হয়েছে বোর্ডের সঙ্গে। শান্ত বলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে খুব ভালো আলাপ হয়েছে। কী কী সমস্যা হতে পারে, এগুলো কীভাবে সমাধান করতে পারি অথবা সমস্যাগুলোই যেন না হয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা খুবই পরিষ্কার। আমি একদমই আশাবাদী এ ধরনের সমস্যা হবে না। যেটা বললাম, ক্রিকেট বোর্ডের সঙ্গে সুন্দর যোগাযোগ হয়েছে। এই জিনিসগুলো যদি আসে, তাঁরা পাশে থাকবেন এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন।’

তবে এর চেয়েও তিনি বেশি গুরুত্বপূর্ণ ভাবছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে তার বোঝাপড়া। এ নিয়ে শান্ত বলেন, ‘তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাকি যে দুই অধিনায়ক আছে, তাঁদের সঙ্গে বোঝাপড়া খুবই ভালো। আমরা একসঙ্গে বসেছিলাম, বসে আলাপ করেছি কীভাবে তিন সংস্করণকে দলকে এগিয়ে নিতে পারি, কোন কোন জায়গায় উন্নতির দরকার আছে। আমরা তিনজনই আশাবাদী এই দলটার কী প্রয়োজন দলটাকে ওভাবে নিয়ে এগোতে পারব। আমি যেটার কারণে কনভেন্সড, ক্রিকেট বোর্ড আমাকে ওই সাহায্যটুকু করবে।’

টেস্টে নেতৃত্ব ছাড়ার সময় তিন সংস্করণে তিন অধিনায়কের প্রয়োজন নেই- এমন মন্তব্যও এসেছিল শান্তর কণ্ঠে। এখন অবশ্য তেমন কোন ভাবনা নেই তার। এ নিয়ে শান্ত বলেন, ‘যেটা আমার মাথার মধ্যে ছিল, তিন সংস্করণে তিন অধিনায়কে সমস্যা হতে পারে বা যৌক্তিক না। কিন্তু এত বড় বড় ক্রিকেটাররা যখন পরামর্শ দিয়েছে, তাঁরা অবশ্যই ভালো চিন্তা করেই দিয়েছে। আমি এটার ওপর বিশ্বাস রেখেই ফিরে এসেছি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত