
শর্ট ভিডিও বনাম লং ভিডিও : কোন ফরম্যাট ভবিষ্যৎ বদলাবে?
মোবাইল স্ক্রিনে আঙুল একবার টান দিলেই নতুন ভিডিও। কখনো ১৫ সেকেন্ডের হাসির ক্লিপ। কখনো ৩০ সেকেন্ডের তথ্য। আবার কখনো এক ঘণ্টার গভীর আলোচনা। ডিজিটাল দুনিয়ায় এখন দুটি ফরম্যাট মুখোমুখি দাঁড়িয়ে শর্ট ভিডিও ও লং ভিডিও। একদিকে টিকটক, রিলস, শর্টসের দ্রুতগতির দাপট । অন্যদিকে ইউটিউবের দীর্ঘ ভিডিও।


















