
কাউখালীতে মাল্টা চাষে সফলতা
পিরোজপুরের কাউখালীতে দিন দিন বাড়ছে মাল্টা চাষ। কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ফলের আবাদ। কাউখালীর উৎপাদিত মাল্টার পুষ্টি, স্বাদ, ঘ্রাণ ও রঙ আমদানিকৃত বিদেশি মাল্টার চেয়ে ভালো বলে দাবি কৃষি অধিদপ্তরের। এতে এই মাল্টার চাহিদাও দিন দিন বাড়ছে।























