
বটতলীতে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর
শুষ্ক মৌসুমে কখনো গলা, কখনো কোমর, কখনোবা হাঁটুপানি থাকে বমুখালে। এই পানি পেরিয়ে কোমলমতি শিশুদেরকে ঝুঁকি নিয়ে যেতে হয় বিদ্যালয়ে। খাল পার হওয়ার সময় পানিতে ভিজে যায় কাপড়, বই, খাতাও। আর ভেজা কাপড় নিয়ে বিদ্যালয়ে ক্লাস করতে হয় প্রতিবছর শতাধিক শিক্ষার্থীকে।























