
সময় ঘনিয়ে এলেও কাটছে না বিশ্বকাপ শঙ্কা
বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহ সময়ও বাকি নেই। তবে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন হবে কি না সেই সিদ্ধান্ত এখনো হয়নি। বিসিবি এখনো অনড় ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে। গত পরশু আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে আলোচনা হলে সেখানে আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত।























