
শিহাবের জাদুর পেনসিল
শিহাব খুবই সাধারণ একটা ছেলে। ক্লাস সিক্সে পড়ে সে। কিন্তু তার মধ্যে এক অদ্ভুত কৌতূহল সে সবসময় নতুন কিছু বানানোর চেষ্টা করে। একদিন শিহাবের জন্মদিনে দাদু শিহাবকে একটা পুরোনো পেনসিল উপহার দিলেন। পেনসিলটা দেখতে সাধারণ হলেও দাদু রহস্যময় কণ্ঠে বললেন, ‘এটা কিন্তু জাদুর পেনসিল! যা আঁকবে, তাই সত্য হয়ে যাবে!’











