
শান্তিরক্ষী মিশনে নিহত মাসুদের বাড়িতে শোকের মাতম
আমি এখন কি নিয়ে বাঁচবো, মেয়ে আর বাবা ডাকতে পারবে না
মাসুদের ৮ বছরের একমাত্র শিশু কন্যা আমেনা মায়ের কোলে মাথা রেখে কখনো চোখ বুজে, কখনো অশ্রুসিক্ত নয়নে অপলক দৃষ্টিতে হাজারো স্মৃতি নিয়ে এদিক সেদিক দেখছে। মা স্মৃতিচারণ করে বিলাপ করছে। পাশেই নিহত মাসুদের বৃদ্ধ মা বিলাপের পাশাপাশি ছেলের বউ ও নাতনি কে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছে। সেই সাথে পাড়া-প্রতিবেশ






















