মসজিদ আল্লাহতায়ালার ঘর। আল্লাহর ঘরে মুসল্লিরা ইবাদত করেন। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।’ (মুসলিম : ১২১৮) গোটা পৃথিবীতে অসংখ্য মসজিদ রয়েছে, সব মসজিদই কোনো না কোনোভাবে গড়ে উঠেছে।
মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ তায়ালা মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন ভালো-খারাপ পার্থক্য করার বুদ্ধি-বিবেচনাবোধ। আল্লাহ তায়ালা বলেন, ‘আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি।’
বছরের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। বছরের সেরা মাস রমজানে রয়েছে শ্রেষ্ঠ এ লাইলাতুল কদর। এ মাসের শেষ ১০ দিনের যে কোনো বিজোড় রাতে রয়েছে বরকতময় লাইলাতুল কদর।