হোম > সারা দেশ > রংপুর

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

যুবদল নেতা মশিউর রহমান রাঙ্গা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতা মশিউর রহমান রাঙ্গাসহ (৪৩) তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন।

জানা যায়, অভিযুক্ত রাঙ্গা গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বাকি ‍দুজন আসামির মধ্যে একজন জব্বারুল ইসলাম (১৯) এবং আরেকজন অজ্ঞাতনামা।

মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ডাবরঘরা গ্রামের বাসিন্দা গৃহবধূকে (২২) গত ১৯ অক্টোবর রাঙ্গাসহ অন্য আসামিরা ধর্ষণ করে। পরে সমাজের মুরব্বিদের পরামর্শে মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) পবিত্র কুমার বলেন, ঘটনার পর থেকে আসামীরা পলাতক।

গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহ্‌সানুল কবির রিপন জানান, বিষয়টি শোনার পর আমরা গাইবান্ধা জেলা যুবদলকে অবহিত করেছি। পরবর্তীতে রাঙ্গার বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক ১

রাষ্ট্রপতির আদেশ গ্রহণযোগ্য নয়, জুলাই সনদ প্রধান উপদেষ্টার স্বাক্ষরে হতে হবে

তিন আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

শিবিরের শুভেচ্ছাবার্তার বিপরীতে ছাত্রদলের আক্রমণাত্মক স্লোগান

ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে প্রকৌশলীকে লাঞ্ছিতের অভিযোগ

হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে: মৎস্য উপদেষ্টা

চট্টগ্রামে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিরাপত্তা প্রহরী নিহত

শ্রীপুরে কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের অ্যাকশন

গোবিন্দগঞ্জে অপহরণের ৪ মাস পর স্কুলছাত্রী আইরিন উদ্ধার, গ্রেপ্তার ১

খুলনায় দুই বাড়িতে দুর্বৃত্তদের ১৫ রাউন্ড গুলি, আতঙ্কে স্থানীয়রা