হোম > সারা দেশ > সিলেট

বাসার ছাদে আ.লীগ নেতার রহস্যজনক মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের (৬০) বাসার ছাদ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন থাকার কথা জানা গেছে। শুক্রবার সকালের দিকে তাকে খুন করা হতে পারে বলে পুলিশের ধারণা।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে। তিনি উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার জানায়, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল নয়টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই বিপ্লবে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর আব্দুর রাজ্জাক আমেরিকায় চলে যান। কয়েক মাস আগে দেশে ফিরে আসার পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানা যায়। পারিবারিক সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে বিরোধ ছিল বলে জানান স্থানীয়রা

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, বাসায় নিহতের এক ভাই, পুত্র ও পুত্রবধূ ছাড়া আর কেউ থাকেন না। বাড়িটি সুরক্ষিত; বাইরে থেকে সাধারণভাবে কারো পক্ষে বাড়ির ভেতরে ঢোকা সম্ভব নয়।

সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী আটক

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গণঅনশন

সাঘাটায় ১১ ইটভাটার পরিবেশের ছাড়পত্র নেই তবুও মিলেছে বিদ্যুৎ সংযোগ

১৫০০ রানার দৌড়ালেন কক্সবাজার ম্যারাথনে

মওদূদী নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন

নীলফামারীতে অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

আমার দেশ প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

লন্ডন গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা

স্বৈরাচারী সরকারের সময় দলবাজি করে অনেক শিক্ষক চাকরি নিয়েছেন

সাপের ছোবলে মারা গেলেন কৃষক