কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে আবু তোহা মন্ডল (৩) ও শাহবাব মন্ডল (আড়াই বছর) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যাদুরচর নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
রৌমারী থানার উপ পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহবাব মন্ডল উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রামের শাহজাহান মন্ডলের ছেলে এবং আবু তোহা মন্ডল একই গ্রামের আবু তালেবের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ওই দুই শিশু তালেব মন্ডলের বাড়িতে খেলা করছিল। এ সময় সবার অজান্তে তারা বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপ পরিদর্শক শাহনেওয়াজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সহকারী কমিশনারও (ভূমি) ঘটনাস্থলে গিয়েছেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।