হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: ইসি আনোয়ারুল ইসলাম

জেলা প্রতিনিধি, কুমিল্লা

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। কারো মনে যদি সন্দেহ থাকে, নির্বাচন হবে না তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।

সোমবার কুমিল্লা বার্ডের একটি অডিটোরিয়ামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, ‘জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় অর্জন। নির্ভয়ে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, দেশ আপনার পাশে আছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং উপপ্রধান (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক, সিবিটিইপি প্রকল্প, নির্বাচন কমিশন সচিবালয়, মুহাম্মদ মোস্তফা হাসান।

কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লার মোহাম্মদ আজিজুল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালায় বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভোটকেন্দ্রই হলো গণতন্ত্রের প্রতিচ্ছবি, তাই সেখানে সঠিক দায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না।

চাটখিলে বিধবা নারীকে কুপ্রস্তাব পুলিশের

‎ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ৪শ ছাগল বিতরণ ‎‎

টঙ্গীতে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি কর্মী হাকিমকে হত্যার মিশনে ছিল ১৫ জন

শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন

বন্দর ইজারার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি পেশাজীবী পরিষদের

ঢাকা অস্থিতিশীল করার প্রস্তুতি, পীরগাছায় যুবলীগ নেতা আটক

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যা মামলায় স্বামী-ননদের যাবজ্জীবন

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড