হোম > সারা দেশ

যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে

ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষ যেমন কর্ম করবে, তেমনই ফল পাবে। যারা এক সময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ কাউকে কখনোই ছেড়ে দেন না। তিনি বলেন, অতীতের অন্যায় ও অবিচার ইতিহাসের হাতে ধরা পড়ে, এবং এমন ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

সোমবার (১৮ নভেম্বর) কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, “ক্ষমতার ঔদ্ধত্যে গা ভাসিয়ে নয়, বরং ন্যায়ের, সত্যের ও নৈতিকতার পথে চলার মধ্যেই মুক্তি। কোনো অন্যায় কখনোই অদৃশ্য থাকে না এবং তার ফলশ্রুতি স্বাভাবিকভাবেই আসে।”

ধর্ম উপদেষ্টা ইয়াবা ও মাদক পাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইয়াবার ব্যবসা করবেন না, ইয়াবা বিক্রি করবেন না—এগুলো হারাম। ইয়াবা খেয়ে সমাজে খুনোখুনি, অশান্তি, পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। মাদক থেকে দূরে থাকুন, সমাজকে রক্ষা করুন।” তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে জানান।

তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির স্বার্থে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইসলামিক দলগুলো এক হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।”

এছাড়া, ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “আমার ধর্ম মন্ত্রণালয় আমি দুর্নীতিমুক্ত করেছি। অনেক টাকা আমি রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছি। সুস্থ কর্মকাণ্ডের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব।”

এসআর

আমার দেশ’র দুই সাংবাদিকের বিরুদ্ধে বিতর্কিত কর্ণফুলির মামলা, নিন্দার ঝড়

সকল ধর্মের মানুষ জামায়াতের কাছে নিরাপদ: এটিএম আজহারুল

যুবসমাজকে রক্ষায় মাদকের আগ্রাসন রুখে দিতে হবে

তারুণ্যের প্রথম ভোট, ইসলামের পক্ষে হোক

হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে রাজৈরে গণমিছিল

ধুনটে প্রতারক দম্পতির খপ্পরে অটোভ্যান খোয়ালেন চালক

মাঝসাগরে নিষিদ্ধ 'আর্সিনাল' ট্রলিংসহ ১৮ জেলে আটক

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে পলাশবাড়ী জামায়াতের শোকরানা নামাজ ও মিষ্টি বিতরণ

কোটালীপাড়ায় বোমা হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বোমা হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল