হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও ইস্কাফ সিরাপ জব্দ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গরু এবং বিপুল পরিমান ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ০৩:৪০ মিনিটে দুর্গাপুর বিওপি-সংশ্লিষ্ট চওড়াটারী নামক এলাকায় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।

অন্যদিকে, রাত ০৩:৩০ মিনিটে বুড়িরহাট বিওপির আওতাধীন খামারভাতি এলাকায় টহল পরিচালনাকালীন টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৭০ বোতল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় গরু ০৬টি, যার আনুমানিক বাজার মূল্য ৬,৬০,০০০/- টাকা, মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ১৭০ বোতল, যার সিজার মূল্য ৬৮,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৮ হাজার টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরো বৃদ্ধি করা হয়েছে।

যোগ্য নেতৃত্বের অভাবে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: ফখরুল ইসলাম

ভিক্ষুক পরিবারকে অফিসে আমন্ত্রণ, প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ডিসি

দলে না থাকলেও খালেদা জিয়ার দেয়া দায়িত্ব পালন করে যাবেন রুমিন ফারহানা

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসিকে আরো নিরপেক্ষ হতে হবে

কুড়িগ্রামে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

তীব্র শীতে স্থবির জনজীবন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

ডেভিল হান্ট অভিযানে ২ আ.লীগ নেতা আটক

নরসিংদীতে দুটি আসনের ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জামায়াত প্রার্থীর হলফনামায় বিস্ময়কর তথ্য!