হোম > সারা দেশ > রাজশাহী

অস্ত্রের মুখে অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অস্ত্রের মুখে অপহরণের ৭ ঘণ্টার পর মধ্যে লটো শো-রুমের স্বত্বাধিকারী সেই পিন্টু আকন্দের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৯টায় কতিপয় অপহণকারী তার শোরুম থেকে জোরপূর্বক হাইস গাড়িতে তুলে অপহরণ করে।

এরপর আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সন্দেহভাজন গাড়ির চালকসহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে সাদা রঙের একটি হাইস মাইক্রোবাস দুপচাঁচিয়া লটো শো-রুমের সামনে আসে। মাইক্রোবাসটি থেকে ৪ জন দুর্বৃত্ত বেরিয়ে আসে। তাদের মধ্যে একজন পিন্টুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুম থেকে টেঁনেহিচরে বের করে। পরে বাইরে থাকা বাকিরাসহ পিন্টুকে সাদা হাইস মাইক্রোবাসে উঠিয়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘী অভিমুখে রওয়ানা হয়। এ সময় দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল। যা আমার দেশের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে।

নিহত ব্যবসায়ী পিন্টুর বাড়ি নওগাঁ জেলার রানিনগর থানার লোহাচুরা গ্রামে। এদিকে এই ঘটনায় গত রাত থেকে এলাকায় ব্যবসায়ীরা ভীত হয়ে পড়েছে। পিন্টুর এ ঘটনায় আদমদীঘি থানা পুলিশ মাইক্রোবাস ড্রাইভার সানোয়ার হোসেন (৪০)কে আটক করেছে। তিনি দুপচাঁচিয়ার উত্তর সাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। অন্য দুজন হলেন সাকিল ও সাগর। পুলিশ বলেছে তাদের সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

তারেক রহমানের প্রত্যাবর্তন, চাটমোহর থেকে ঢাকায় যাচ্ছে স্পেশাল ট্রেন

পটিয়ায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন ফরম নিলেন বিএনপির দুই নেতা

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিক মুজাহিদ

হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত অন্তত ৫

বরিশালের ৬টি আসনে ১৯ মনোনয়ন ফরম সংগ্রহ

ওসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

ঢাকায় যাবে পিরোজপুরের ৩০ হাজার বিএনপি নেতা-কর্মী

নাশকতার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে আগ্নেয়াস্ত্র

পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

বদলির আদেশ জারি হলেও বনবিভাগের ড্রাইভার এখনো বহাল তবিয়তে