হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে নির্বাচন হুমকির মুখে পড়বে

নাগরিক গোলটেবিল বৈঠকে বক্তারা

চট্টগ্রাম ব্যুরো

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, দেশে অস্ত্র উদ্ধার না হওয়া, মব সন্ত্রাস বৃদ্ধি এবং প্রশাসনের ভেতরে দুর্নীতিপরায়ণ আমলাদের দৌরাত্ম্য আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরো অবনতির দিকে ঠেলে দিয়েছে। এতে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে।

রোববার চট্টগ্রাম পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানটি আয়োজন করে গণতান্ত্রিক শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে সুজন (সুশাসনের জন্য নাগরিক) চট্টগ্রাম।

বক্তারা বলেন, জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ভঙ্গ হয়েছে। মব সন্ত্রাস ও প্রশাসনিক নৈরাজ্য সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ অবস্থায় নির্বাচন আয়োজন করা হলে তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। গণভোট নিয়ে শঙ্কার কথাও উঠে আসে।

বক্তারা জানান, সরকার ৬টি কমিশন গঠন করে প্রায় হাজারখানেক প্রস্তাব গ্রহণ করে। এর মধ্যে ১৬৬টি প্রস্তাব উপস্থাপিত হয় এবং ৮৪টি বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। তবে এসবের মধ্যে ৪৮টি প্রস্তাব সরাসরি সংবিধান সংশোধন-সংক্রান্ত, যা জনমতের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।

এই ৪৮ বিষয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে গণতান্ত্রিক সংস্কারের পথে অগ্রগতি হবে। আর ‘না’ ভোট জয়ী হলে দেশ পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যেই রয়ে যাবে।

প্রধান আলোচক সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে এবং ভারতের সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশ করেছে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে এখনো অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়নি। তিনি আরো বলেন, গণভোটের পক্ষে জনমত গঠনে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ, এনজিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রচারণা চালানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

গোলটেবিল বৈঠকে নির্বাচন, সংস্কার ও গণভোট—এই তিনটি বিষয়ে ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন চট্টগ্রামের সভাপতি অধ্যাপক সিকান্দার খান। এ ছাড়া বক্তব্য দেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সুজন মহানগর সভাপতি অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী এবং সুজন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহার।

এক অনবদ্য মায়ের সংগ্রামী জীবন

মদনে আমার দেশ উপজেলা প্রতিনিধির ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর

ফতুল্লায় শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর মেম্বার গ্রেপ্তার

পূর্ব শত্রুতার জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম-৬ আসনে গিয়াস কাদেরকে সরিয়ে দেওয়া হলো গোলাম আকবরকে

শহীদ ওসমান হাদির স্মরণে সন্দ্বীপে গ্রাফিতি উদ্বোধন

সীমান্তে পানির পাইপ দিয়ে মাদক ঢুকাচ্ছে ভারত

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন খালেদা জিয়ার সাবেক এপিএস

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবীর আহমেদ