হোম > সারা দেশ > চট্টগ্রাম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলকর্মী হত্যা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় যুবদলকর্মী সাজ্জাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক ও মহানগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নি.) আফতাব হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) কিশোর মজুমদারের সঙ্গে বাকলিয়া থানা ও মহানগর গোয়েন্দা শাখার একাধিক কর্মকর্তা অংশ নেন।

গ্রেপ্তাররা হলেন-সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম প্র. সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান (২৮) ও দিদারুল আলম রাসেল। গ্রেপ্তারদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ১টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে যুবদলকর্মী সাজ্জাদ হোসেন (২৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। আরও অন্তত ১৩ জন আহত হন।

এ ঘটনায় নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৫–৪০ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন।

এজাহারে যুবদল নেতা বোরহান উদ্দিন, নজরুল ইসলাম সোহেল, মিল্টন, ছোট বাদশা, ইউসুফ প্র. হিরন, সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, দিদার, রিয়াজ করিম, জিহান, তামজিদুল ইসলাম প্র. সাজু, আরাফাত, ছোট বোরহান, মোজাহের মেম্বার, এহতেশামুল হক ভোলা ও নাঈম উদ্দিনসহ আরও অনেকে অভিযুক্ত হয়েছেন।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কয়েকজন হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। ঘটনাটির পেছনে দলীয় আধিপত্য ও এলাকায় প্রভাব বিস্তারের বিরোধকে মূল কারণ হিসেবে দেখছে তদন্তকারী সংস্থা। তদন্ত কর্মকর্তা এসআই কিশোর মজুমদার বলেন, ঘটনার পর থেকেই আমরা টার্গেট করে অভিযান চালাচ্ছিলাম। এজাহারনামীয় ও তদন্তে শনাক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

নগর পুলিশের এক কর্মকর্তা জানান, সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ভিডিওচিত্র পর্যালোচনা করে অন্যদেরও শনাক্ত করা হচ্ছে।

বিএনপি-জামায়াত এক মঞ্চে, জনমনে খুশির আমেজ

তাড়াশে দুম্বার মাংস ছিনতাই

মুফতি মুহিব্বুল্লাহ কি পতিত ফ্যাসিস্টদের দাবার গুটি?

বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, রাতে আড়াইহাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে কিশোরকে নির্যাতন যুবলীগ নেতার

তারাগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের লিখিত অভিযোগ

ছাত্রলীগের বিচারে গড়িমসি নোবিপ্রবি প্রশাসনের; ক্ষুব্ধ ভুক্তভোগীরা

অপসো ফার্মার ৫০০ কর্মচারী একসঙ্গে ছাঁটাই

লোহাগাড়ায় ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

রাজারচরের ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি