হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনা ব্যুরো

সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত খুলনায় এবার আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ইমদাদুল হক মিলন(৪৫) নামে এক সাংবাদিক। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় অস্ত্রধারীরা গুলি করে তাকে হত্যা করে। হামলায় দেবাশীষ বিশ্বাস(৩০) নামের এক পশু চিকিৎসক আহত হন।

ঘটনার পর তাদের দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন এবং দেবাশীষ বিশ্বাসকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

ঘটনার পর কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কেএমপির উপ-পুলিশ কমিশনার(উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনিসহ অন্যান্য অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন।

স্থানীয়রা জানান, সাংবাদিক ইমমাদুল হক মিলন খুলনার বর্তমান সময় নামের একটি পত্রিকায় কর্মরত এবং তিনি শলুয়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় তিনটি মোটরসাইকেলে আসা চারজন অস্ত্রধারী এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দেবাশীষ বিশ্বাসও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেয়।

আইনজীবী আলিফ হত্যা মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম

ওসমান হাদি হত্যা: টায়ার জ্বলিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সুনামগঞ্জে ছাত্রসমাজের বিক্ষোভ

ফেনীতে শহীদ হাদির গায়েবানা জানাজা ও মহাসড়ক অবরোধ

বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ, বনানী চত্বরকে শহীদ হাদি চত্বর ঘোষণা

হাদি হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

হাদিকে হত্যার প্রতিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কুয়াকাটায় বিক্ষোভ

হাদিকে হত্যার প্রতিবাদে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে বিক্ষোভ