হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, কাহারোল (দিনাজপুর)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মতিউর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার সময় জেলা প্রশাসকের কাছ থেকে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলার সম্মানিত আমির অধ্যক্ষ আনিছুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু এবং দিনাজপুর জেলার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমান, কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ মতিউর রহমানের বিজয় কামনা করেন এবং দিনাজপুর-১ আসনে ন্যায়নীতি ও ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও একই দিনে দিনাজপুর জেলার অন্য ৫ আসনের নমিনেশনও সংগ্রহ করা হয় বলে জানান জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিছুর রহমান।

অস্ত্র দিয়ে ফাঁসানো হলো অটোচালককে! নেপথ্যে যে এসআই

ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

চাঁদাবাজ বাহিনী প্রধান সম্রাট সম্পর্কে যা জানা গেল

প্রজন্মকে বিশ্বের নেতৃত্ব এগিয়ে নিতে বাংলা-ইংরেজি-আরবীতে দক্ষ করুন

৫০০ টাকা বাজিতে ঠান্ডা পানিতে ১১২ ডুব, প্রাণ গেল বাবুলের

হাতিয়ায় সংঘর্ষের দুদিন পর মিলল শামছুর লাশ, নিহত বেড়ে ৬

নির্বাচনি প্রচারণায় রুমিন ফারহানা, করলেন দাদা-দাদির কবর জিয়ারত

ভাঙ্গুড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

ফার্মেসির আড়ালে মাদক বেচাকেনা, কারবারি সেলসম্যান গ্রেপ্তার