হোম > সারা দেশ > চট্টগ্রাম

মনোনয়নপত্র জমা দিলেন আমির খসরু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম- ১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে কোতোয়ালী থানার লাভলেইন এলাকায় আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা মোহামম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর বিএনপির শীর্ষ নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, গত ১৫–১৬ বছরে দেশজুড়ে ‘নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে মানুষ’। বহুদিন পর ভোটের পরিবেশ ফিরে আসায় জনগণের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ অনেকদিন পর ভোট দিতে যাচ্ছে। মানুষ তাদের মালিকানা ফিরে পেয়েছে। আমরা যারা আন্দোলন করেছি, আজকের দিনটি আমাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আবার মালিকানা ফেরত পেয়েছে—এই বিশ্বাস নিয়েই আমরা মাঠে আছি।

রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সহনশীলতা জরুরি উল্লেখ করে আমির খসরু বলেন, একে অপরের প্রতি সহনশীল হতে হবে। একে অপরকে সহনশীলতা দেখাতে হবে। তাহলেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে।

জামায়াতের প্রার্থিতা ও জোট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, জোট হবেই। প্রত্যেকটি নির্বাচনই নির্বাচনি কৌশল দিয়ে পরিচালিত হয়। জামায়াতের জোটকে আমরা স্বাগত জানাই। কোন দলের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে তা জনগণ ভালোভাবেই জানেন বলে মন্তব্য করেন তিনি।

দুপুরের আগেই লাভলেইন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। কেউ কেউ দলের পতাকা হাতে স্লোগান দিতে থাকলে পুলিশ নিরাপত্তা বলয় তৈরি করে। নেতাকর্মীদের ধারণা, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও কেন্দ্রীয় নেতাদের তৎপরতায় চট্টগ্রাম-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা এবার আরও তীব্র হবে।

নির্বাচন থেকে সরে গেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

গাইবান্ধা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির প্রার্থী তালহা আলমের মনোনয়ন দাখিল

জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন হাসনাত

নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের

ড. মোশারফ ও তার ছেলের মনোয়নপত্র দাখিল

ঈর্ষণীয়ভাবে দাঁড়ি পাল্লা এগিয়ে যাচ্ছে: নূরুল ইসলাম বুলবুল

আল্লাহর পরিকল্পনায় বিএনপির বিপক্ষে নির্বাচন করতে হচ্ছে: রুমিন ফারহানা