সিলেটে রফিকুল
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবিরোধী নেতা মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশের জন্মই হতো না। গত চুয়ান্ন বছর ধরে ক্ষমতাসীন সরকারগুলো এই দেশের মানুষের সাথে প্রতারণা করেছে ।
শনিবার বিকেলে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৪৭ এর সিলেটের গণভোটে নেতৃত্ব দিয়েছেন মাওলানা ভাসানী। একাত্তরে যে আদর্শের জন্য লড়াই করেছিলাম, ২৪শেও তেমনি আমি এক প্রতিজ্ঞাবদ্ধ যোদ্ধা ছিলাম। আমরা কখনও ভারতের সাম্রাজ্যবাদ ও আধিপত্য মেনে নিবনা।
তিনি আরো বলেন, রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য ধৈর্য্যের সঙ্গে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যেতে হবে। ভারতের দালাল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করতে ষোলো বছর সংগ্রাম করতে হয়েছে । এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়ক তালুকদার মো: মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেত্রী বিলকিস খন্দকার, প্রেসিডিয়ামের সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, কমরেড বাবুল বিশ্বাস, হারুনুর রশীদ, সোয়েব আহমদ, শেখ মো : আল আমিন, আমিনুল ইসলাম বকুল, মনির হোসেন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ভাসানী হলেন জাতির পিতা। শেখ মুজিবের ছবি নামিয়ে জাতির পিতার মর্যাদা দিয়ে ভাসানীর ছবি অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে টাঙানোর দাবি জানান। পাঠ্যপুস্তকে ভাসানীর আদর্শ সংরক্ষণ ও তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে ২১ হাজার কোটি টাকা পাচার হয়েছে-এর মধ্যে এক টাকাও উদ্ধার করা সম্ভব হয়নি।