হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে পিকআপের ধাক্কায় অটোভ্যানের শ্রমিক নিহত, আহত ৫

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোভ্যানে থাকা এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের পাশের ফুটবল মাঠসংলগ্ন মহম্মদপুর–বোয়ালমারী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো–ন–১৭–৯১–৭৬।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আড়মাঝি গ্রামের বাসিন্দা আক্কেল আলী (৪৫) পেশায় একজন পেঁয়াজ রোপণ শ্রমিক। ভোরের দিকে তিনি আরও পাঁচজন শ্রমিককে নিয়ে অটোভ্যানে করে বোয়ালমারী রেলস্টেশনে জোন বিক্রির উদ্দেশ্যে রওনা দেন। পথে ময়না ইউনিয়ন পরিষদ অতিক্রম করে ফুটবল মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে তাদের অটোভ্যানটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আক্কেল আলীর মৃত্যু হয়। অটোভ্যানের অপর পাঁচ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে তিনজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী ও ময়না ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রিনা বেগম বলেন, আমার মুদি দোকানের সামনেই দুর্ঘটনাটি ঘটে। সকালে দোকান খুলে পানি আনতে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি পিকআপের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়েছে। ভ্যানের ছয়জন আরোহী ছিটকে পড়ে। একজন ঘটনাস্থলেই মারা যান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। তবে পিকআপ চালক গাড়ি রেখে পালিয়ে গেছে। নিহতের মরদেহ বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। যেহেতু ঘটনাটি বোয়ালমারী থানার আওতাভুক্ত, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাকে আসন ছেড়ে দিয়ে সরে গেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

ভোট ডাকাতির যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে: গোলাম পরওয়ার

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি’র মনোনয়নপত্র দাখিল

মৌলভীবাজার–৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

নির্বাচন থেকে সরে গেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

গাইবান্ধা-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির প্রার্থী তালহা আলমের মনোনয়ন দাখিল

জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন হাসনাত