হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি নেতার বসতঘরে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি পুলিশ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বিএনপির নেতা বেলাল হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডে দুর্বৃত্তায়ন ও মবের অস্তিত্বের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণ পায়নি পুলিশ। তবে বিএনপি নেতার পরিবারের দাবি দরজায় তালা দিয়ে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে লাগানো হয়েছে এ আগুন।

এদিকে রোববার বিকেল পর্যন্ত এখনও কোনো মামলা হয়নি বা কাউকে আটকও করা হয়নি।

বিএনপি নেতা বেলাল হোসেন বলেন, আমার একটা মেয়ে মারা গেছে। আরেকটা মেয়ের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। আমি প্রশাসনের কাছে দাবি করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি যাতে খতিয়ে দেখে। যদি কোন পদার্থ ব্যবহার করা না হয়, তাহলে আমার এতো বড় একটা ঘর ৫ মিনিটের মধ্যে কিভাবে জ্বলে যায়? দুর্বৃত্তায়ন যদি না হয় তাহলে আমার দুই দরজায় তালা মারবে কেন? দুই দরজায় তালা মারার কারণেই তো আজকে আমার এক মেয়েকে হারিয়েছি, আরেক মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই প্রশাসনের কাছে অনুরোধ করবো যাতে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনে। আমি সুবিচার কামনা করি।

তবে তিনি আরো বলেন, আমি যেহেতু বিএনপি করি, আমার প্রতিপক্ষ কেউ এমন ঘটনা ঘটাতে পারে। তবে কোন সুনির্দিষ্ট অভিযোগ করেননি তিনি।

এদিকে বেলালের শ্যালক শুভ জানান, বেলালের মেঝো মেয়ে বিথী আক্তারে ২০% শরীর পুড়ে গেছে। আর বড় মেয়ে স্মৃতি আক্তারের অবস্থা আশংকাজনক। বাঁচার সম্ভাবনা নাই। ৯০% পুড়ে গেছে। ডাক্তার বলছেন হয়তো দুই-তিন দিন বাঁচতে পারে। এখন দোয়া ছাড়া আমাদের কোন উপায় নেই।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার সানজুর (৮) মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. হাসিবুর রহমান হাসিব বলেন, এখনও কোন ক্যু পাওয়া যায় নি। পুলিশ তদন্ত করছে। এটি রাজনৈতিক না পারিবারিক কোন বিষয় তা এখন জানা যায় নি। আমরা বেলালের পাশে রয়েছি, সে যাতে সুষ্ঠু বিচার পায়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি তদন্ত চলছে। এখনো মামলা হয়নি। প্রাথমিক তদন্তে পেট্টল ঢেলে আগুন লাগানোর প্রমাণও মেলেনি। এটি রাজনৈতিক না অন্য কিছু তা এখনও বলা সম্ভব নয়।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দূর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৭) ও বিথি আক্তার (১৪) দগ্ধ হয়। বেলাল সদর হাসপাতালে এবং তার দুই মেয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-গুলিবর্ষণ, বিএনপির সাবেক এমপি কারাগারে!

পটিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা: কৃষক লীগ ও আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

শ্রীপুরে দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান

মনোনয়ন সংগ্রহ করলেন লায়ন আসলাম চৌধুরী

পেঁয়াজ–রসুনের চাষে আশার বীজ বুনলেও সার সংকটে দুশ্চিন্তায় কৃষক

ভ্যানচালক বাবার স্বপ্ন পূরণে ছেলের মেডিকেলে চান্স

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ঝালকাঠির সাবেক মেয়র আফজাল কারাগারে

ঋণের নামে ৬ হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাৎ