দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারে যাওয়া দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।
২৭ নভেম্বর বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিনের ছেড়াদিয়া পূর্বে মাছ শিকারে গেলে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ট্রলার মালিক সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, বুধবার কবির মাঝির নেতৃত্বে ছয়জন জেলেকে নিয়ে আমার ট্রলারটি বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ার এলাকায় মাছ শিকারে গেলে বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়।
পরে আজ (বৃহস্পতিবার) ভোরে ছেঁড়াদিয়ার কাছাকাছি এলাকা থেকে ছয় জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
ট্রলার দুটি মালিক সেন্টমার্টিনের বাসিন্দা মো. ইলিয়াস ও নুর মোহাম্মদ বলে জানা গেছে। আরকার আর্মির দস্যুতা আচরণে মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা চরম আতঙ্কের রয়েছে।
সেন্টমার্টিন ফিশিং ট্রলার সমবায় সমিতির সভাপতি মোঃ আজিম উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া দ্বীপের দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এর আগে বিভিন্ন সময়ে মাছ শিকারে যাওয়া সাগর থেকে দেড় শতাধিক জেলেকে আটক করে আরাকান আর্মি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেলেদের মাধ্যমে শুনেছি। ধরে নিয়ে যাওয়া উক্ত জেলেদের উদ্ধারের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা-বাহিনীকে অবহিত করেছি।