হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রলারসহ ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারে যাওয়া দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।  

২৭ নভেম্বর বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিনের ছেড়াদিয়া পূর্বে মাছ শিকারে গেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ট্রলার মালিক সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, বুধবার কবির মাঝির নেতৃত্বে ছয়জন জেলেকে নিয়ে আমার ট্রলারটি বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ার এলাকায় মাছ শিকারে গেলে বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়।

পরে আজ (বৃহস্পতিবার) ভোরে ছেঁড়াদিয়ার কাছাকাছি এলাকা থেকে ছয় জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

ট্রলার দুটি মালিক সেন্টমার্টিনের বাসিন্দা মো. ইলিয়াস ও নুর মোহাম্মদ বলে জানা গেছে। আরকার আর্মির দস্যুতা আচরণে মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা চরম আতঙ্কের রয়েছে। 

সেন্টমার্টিন ফিশিং ট্রলার সমবায় সমিতির সভাপতি মোঃ আজিম উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া দ্বীপের দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে বিভিন্ন সময়ে মাছ শিকারে যাওয়া সাগর থেকে দেড় শতাধিক জেলেকে আটক করে আরাকান আর্মি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেলেদের মাধ্যমে শুনেছি। ধরে নিয়ে যাওয়া উক্ত জেলেদের উদ্ধারের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা-বাহিনীকে অবহিত করেছি।

রাজধানীতে দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ফেনীতে আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনি প্রচারে বাধা

আমি জীবনে একবারই নির্বাচন করব: শিশির মনির

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি বঞ্চিত ৫ নেতার

খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক: হাজী ইয়াছিন

জামায়াত প্রার্থীর প্রচারে বিএনপি নেতাকর্মীদের হামলা-গুলি, প্রার্থীসহ আহত অর্ধশতাধিক

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় আওয়ামী নেতা

আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিক্ষার্থীদের পুষ্টি বৃদ্ধিতে খাওয়ানো হচ্ছে দুধ ও ডিম