হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি করে হত্যার ১৮ ঘণ্টায়ও হয়নি মামলা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে ঢুকে দুর্বৃত্তের গুলির ঘটনায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও থানায় মামলা রেকর্ড হয়নি। তবে, গুলির ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে পুলিম। বেশ কিছু ক্লু উদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় বায়েজিদ থানার চালিতাতলীর খন্দকারপাড়া এলাকায় গণসংযোগকালে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এই সময় তার সঙ্গে থাকা শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা গুলিতে নিহত হন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম আমার দেশকে বলেন, নির্বাচনি গণসংযোগের সময় গুলির ঘটনায় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থানায় মামলা হয়নি। পরিবার অভিযোগ দিলে আমরা মামলা হিসেবে রেকর্ড করবো। গোলাগুলির ঘটনায় অভিযুক্তদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। আমরা বেশ কিছু ক্লু উদ্ধার করতে পেরেছি। আশা করি আজকের মধ্যে ভালো খবর পাওয়া যাবে। তবে সরোয়ারের বাবা আবদুল কাদের আমার দেশকে জানান, আজকে রাতের মধ্যে তারা মামলা করবেন। সেজন্য প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার বিএনপি প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠক করেন। পরে গণসংযোগ করে সবার সঙ্গে হাত মেলাচ্ছিলেন। একটি দোকানের সামনে তার পাশে থাকা শীর্ষ সন্ত্রাসী বাবলার ঘাড়ে একের পর এক গুলি করে বাবলাকে হত্যা করা হয়। এই ঘটনায় এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে। পরে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি আশঙ্কামুক্ত।

হঠাৎ গলির দিক থেকে মোটরসাইকেলের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই একটির পর একটি গুলি। সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে। এরশাদের পায়ে গুলি লাগে বলে জানিয়েছেন তার সহযোগীরা। সঙ্গে সঙ্গে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ইন্তেকাল

পুলিশের নিষ্ক্রিয়তায় খুনের নগরী চট্টগ্রাম

জামায়াত সরকার গঠন করলে বিএনপিসহ সবাইকে সাথে রাখবো: ডা. শফিকুর রহমান

শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রী সংস্থার স্মারকলিপি

টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর ও মশাল মিছিল মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে

নেশাসক্ত ছেলেকে খুনিদের কাছে বিক্রি করে দেন মা

আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট

চট্টগ্রামের বায়েজিদে আবার গুলি, আহত রিকশাচালক

এক রুমে সব শ্রেণির ক্লাস, জুতার দোকানে চলে দাপ্তরিক কাজ