হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্যবসায়ীদের কাছে রাজনীতিবিদদের যেতে হবে: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের হাতে অতিরিক্ত ক্ষমতা কোনো রাষ্ট্রের জন্য ভালো নয়; জনগণের ক্ষমতাই রাষ্ট্রকে শক্তিশালী করে। তার মতে, গণতন্ত্রের মূল লক্ষ্য হলো জনগণের ক্ষমতার মাধ্যমে সরকারের ক্ষমতার ভারসাম্য তৈরি করা। জনগণের ক্ষমতার ওপর ভিত্তি করেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি।

সোমবার সকালে নগরের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত ‘বাণিজ্য সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক সংলাপের গুরুত্ব তুলে ধরে আমীর খসরু বলেন, গত ছয় মাস ধরে দেশের বিভিন্ন বিভাগে এ ধরনের সংলাপ করা হচ্ছে। আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হলো, কেবল ঢাকা বাকি। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন দেখেছি, ব্যবসায়ীরা নানা প্রয়োজনে রাজনীতিবিদ মন্ত্রী বা সংসদ সদস্যদের কাছে যান। এই প্রথা ভাঙতে চাই। আমাদের উদ্দেশ্য হলো রাজনীতিবিদরা ব্যবসায়ীদের কাছে আসবেন।’

তিনি আরও বলেন, কেবল রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই রাষ্ট্র গণতান্ত্রিক হয় না। গণতন্ত্রের অর্থ হলো সবার অধিকার সমুন্নত রাখা। সে জন্য প্রয়োজন উপযোগী পরিবেশ। ‘সিস্টেমিক ডি-রেভুলেশন’ করে দুর্নীতিবাজদের হাতে থাকা ক্ষমতা ভেঙে দেওয়ার লক্ষ্য আছে বলেও জানান তিনি।

আমদানিকারক ও রপ্তানিকারকদের সুবিধা বাড়ানোর বিষয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রেই ব্যবসায়ীদের হাতে ক্ষমতা দিতে হবে। এ জন্য ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানো জরুরি। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে যারা রপ্তানি করবে, তাদের ব্যাক-টু-ব্যাক সুবিধা দেওয়া হবে। পাশাপাশি অটোমেশন জরুরি। একটি সুপারভাইজারি কমিটি গঠন করে কনটেইনার আনা থেকে শুরু করে অনুমোদন সবকিছু অটোমেশনের মাধ্যমে ওয়ান-স্টপ সার্ভিসে নিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, চট্টগ্রামে আরও ইপিজেড প্রয়োজন। ‘ইপিজেড হলে আমরা শিল্প স্থাপন করব। পাশাপাশি এসএমই খাতকে উৎসাহিত করতে হবে। ব্যবসাবান্ধব পরিবেশ পেলে চট্টগ্রাম জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে।’

আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ দক্ষ চালকের ঘাটতি। চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দুর্ঘটনা কমবে এবং ব্যবসায়ীরাও লাভবান হবেন।

চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সুলতানা নূরজাহান রোজি বলেন, ব্যবসায়ীদের জন্য জামানতবিহীন ঋণ, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দরকার। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হলে পরিবার উন্নত হবে, দেশও সমৃদ্ধ হবে।

এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ সালাম বলেন, ব্যবসা সহজভাবে করতে চান উদ্যোক্তারা। ‘আমরা আমাদের কথা বলার সুযোগ চাই। আপনারা সেই সুযোগটি দিন।’

বারভিডার সাবেক মহাসচিব মো. হাবিবুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক নয়, জাতীয় সম্পদ হিসেবে দেখতে হবে। বিএনপির ৩১ দফায় বাণিজ্য প্রসঙ্গ থাকলেও আরও আলোচনার সুযোগ রয়েছে-এ বিষয়ে তিনি আমীর খসরুর দৃষ্টি আকর্ষণ করেন।

চেম্বারের সাবেক সভাপতি আলী আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মীর আবদুস সালাম, বান্দরবান চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য জসীম উদ্দিন, রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক মানিক-উর রহমান, জুনিয়র চেম্বার চট্টগ্রামের সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, চট্টগ্রাম ফার্নিচার প্রস্তুতকারক সমিতির সভাপতি মাকসুদুর রহমান, সি-কম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক, বিজিএপিএমইএর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ উল্লাহ চৌধুরী, প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানভীর এবং চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী।

দেবিদ্বারে বিএনপিতে যোগদানের পর গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

বকশীগঞ্জে দৈনিক ‘আমার দেশ’র বর্ষপূর্তি উদযাপন

ইন্দুরকানীতে আমার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গ্রেপ্তার ৫৮

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫০

তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে

আট দলের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম নিলেন মুফতি সোবাহান

সখীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ৩ স্কুলছাত্র নিহত

নির্বাচনে চরমপন্থিদের অপতৎপরতার আশঙ্কা করছেন গোলাম পরওয়ার

হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ