হোম > সারা দেশ > রংপুর

দুই ভুয়া ডিবি পুলিশ আটক, থানায় সোপর্দ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ডিবি পুলিশ পরিচয়ে পথচারীকে আটকিয়ে দেহ তল্লাশি, মারপিট ও ৫০ হাজার টাকা কেড়ে নেয়ার ঘটনায় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জনতা। পরে স্থানীয়রা আটককৃত দুই ভুয়া ডিবি সদস্যকে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জে পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ি এসডিএফ অফিস সংলগ্ন এলাকায়।

বিষয়টি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস।

ভুয়া ডিবি পরিচয় দেয়া আটককৃতরা হলো হেদায়েতুল্লাহ সুজন (৩২)। সে নীলফামারী সদরের কিশামত পঞ্চপুকুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। অপরজন নুর আলম (২৮)। সে একই থানার বেড়াডাংগা ব্রমোতর গ্রামের সুরত আলীর ছেলে।

অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, বুধবার বিকালে পুটিমারীর চৌধুরীবাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিল তোহা ইসলাম। এ সময় দক্ষিণ ভেড়ভেড়ি এসডিএফ অফিস সংলগ্ন রাস্তায় তাকে ৫ থেকে ৬ জন ব্যক্তি নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে আটক করে। পরে তার দেহ তল্লাশি করা হয়। এতে বাধা দিলে তোহাকে তারা মারপিট শুরু করে। পকেটে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ভুয়া ডিবি পরিচয়দানকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী দুই ভুয়া ডিবি পুলিশের সদস্য পরিচয়দানকারীকে আটক করলেও অপররা পালিয়ে যায়। এদিকে হেদায়াতুল্লাহ সুজন নিজেকে সাংবাদিক পরিচয়ও দেন। পরে এলাকাবাসী আটককৃতদের পুলিশের হেফাজতে দেয়। পুলিশ তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় তোহা ইসলামের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা করেন। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ কর্মী

নেত্রকোনার কেন্দুয়ায় জনতা ব্যাংকের প্রথম উপশাখা চালু

ডিসি যখন ছাত্রের ভূমিকায়

নথিতে সংখ্যা মুছে ৪০ কোটি টাকা পৌরকর ফাঁকি

বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাগর ১০ দিনের রিমান্ডে

মোংলায় ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক

আইনজীবী সমিতির ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যা, যুবলীগ কর্মী গ্রেপ্তার

এক ঘণ্টার ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত