হোম > সারা দেশ > রাজশাহী

আমার দেশে সংবাদ প্রকাশের পর বহিষ্কার যুবলীগ নেতা নূর আলম

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের নবগঠিত নির্বাহী কমিটিতে যুবলীগ নেতা নূর আলমের নামে আমার দেশ-এ সংবাদ প্রকাশিত হওয়ার পরই শুরু হয় তোলপাড়। মঙ্গলবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৫৩ সদস্যের ওই কমিটি ঘোষণা করা হয়, যেখানে নির্বাহী সদস্য হিসেবে ছিলেন নূর আলম। তবে বিষয়টি আমার দেশ-এ প্রকাশিত হওয়ার পর জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন ও প্রতিক্রিয়া দেখা দেয়।

সংগঠনের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মনিরা জাহান খান আমার দেশকে বলেন, আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে সাথে নিয়ে কাজ করতে চাই না। আওয়ামী লীগের সঙ্গে আপসের প্রশ্নই আসে না। খবরটি প্রকাশিত হওয়ার পরই নূর আলমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, নূর আলম ২০১১ সালের ২০ সেপ্টেম্বর গঠিত কমিটিতে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ওই সময়ের সাধারণ সম্পাদক আল আমিন বলেন, নূর আলম মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আর আমি সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে নূর আলম সৌদি আরবে অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, জিয়া সাইবার ফোর্সের বগুড়া জেলা শাখায় নূর আলমের নাম যুক্ত হওয়ার পর থেকেই সংগঠনের ভেতরে অসন্তোষ তৈরি হয়। কেন্দ্রীয় কমিটি বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেয় এবং নূর আলমের সদস্য পদ বাতিল করে।

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ কর্মী

নেত্রকোনার কেন্দুয়ায় জনতা ব্যাংকের প্রথম উপশাখা চালু

ডিসি যখন ছাত্রের ভূমিকায়

নথিতে সংখ্যা মুছে ৪০ কোটি টাকা পৌরকর ফাঁকি

বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাগর ১০ দিনের রিমান্ডে

মোংলায় ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক

আইনজীবী সমিতির ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যা, যুবলীগ কর্মী গ্রেপ্তার

এক ঘণ্টার ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত