হোম > সারা দেশ > ঢাকা

তফসিলবিরোধী মিছিল করায় শরীয়তপুরে আ. লীগ ক্যাডার গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার রাতে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের জাজিরার মিরাশা এলাকায় আকস্মিকভাবে এ মিছিল করে ফ্যাসিবাদী দলটির ক্যাডাররা। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্ক বিরাজ করছে পুরো উপজেলায়। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, রাত নামতেই প্রায় দুই শতাধিক আওয়ামী ক্যাডার মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কের দুই পাশ দখল করে নেয়। ‘তফসিল অবৈধ’, ‘তফসিল মানি না’ এমন নানা স্লোগানে কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের বেশির ভাগের মুখে ছিল মাস্ক।

স্থানীয় বাসিন্দা ইমন আহম্মেদ আমার দেশকে বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই যদি এরকম মিছিল দেখা যায়, তাহলে নির্বাচনের সময় ঘনিয়ে আসলে কী হবে? আমরা সাধারণ মানুষ চাই, পুলিশ প্রশাসন আরো শক্তভাবে এদের দমন করুক, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।’

জাজিরা থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় মিছিলের কাজে ব্যবহৃত ৬৪টি মশাল। আটক করা ব্যক্তির নাম আনোয়ার। তার বাড়ি জাজিরায়। আওয়ামী লীগে তার কোনো পদ নেই।

জাজিরা থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, আনোয়ারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও জিজ্ঞাসাবাদে তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দেওয়া বিএনপি নেতার ইসলামী আন্দোলনে যোগদান

সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষের দাম নেই: ধর্ম উপদেষ্টা

ওসমান হাদিকে গুলি, শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

ওসমান হাদীকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

আড়াইহাজারে নির্বাচনি কেন্দ্র পরিদর্শন ডিসির

গ্রামের বাড়িতে যাওয়া-আসা ছিল না হাদিকে গুলি করা ফয়সালের

টঙ্গীতে গুলি করে বিকাশ এজেন্টের ৫০ লাখ টাকা লুট, আহত ২

হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

ফেনীতে মসজিদের ইমামকে ‘রাজকীয়’ বিদায়