উচ্চ আদালতের রায়ে গাজীপুর-৬ সংসদীয় আসন বিলুপ্তির পর পুনর্গঠিত গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিশাল মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট, চেরাগআলী, হোসেন মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল শিকদার বসু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক, পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জহির আহম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন দেওয়ান, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হালিম, যুবদল নেতা টুটুলসহ কয়েকশ নেতাকর্মী মশাল মিছিলে উপস্থিত ছিলেন।
টঙ্গীর ঐতিহ্যবাহী সরকার পরিবারের ঐক্যের প্রার্থী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের ব্যানারে অনুষ্ঠিত এ মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৬ আসন বিলুপ্তির ফলে গাজীপুর-২ আসনের ভোটার, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় আমূল পরিবর্তন এসেছে। বর্তমানে এ আসনে প্রায় ৮ লাখ ভোটার রয়েছে, যার সংখ্যাগরিষ্ঠ অংশ টঙ্গী, গাছা ও পূবাইল এলাকায় অবস্থান করছে। অথচ এই বাস্তবতা উপেক্ষা করে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন বহাল রাখা হলে তা দলীয়ভাবে ক্ষতিকর হতে পারে।
মিছিল চলাকালে নেতাকর্মীরা “ভোটার বাস্তবতা মানতে হবে”, “গাজীপুর-২-এ ন্যায্য মনোনয়ন চাই” এবং “ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে” স্লোগান দেন।
মশাল মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, পুনর্গঠিত গাজীপুর-২ আসনের বর্তমান ভোটার বাস্তবতা বিবেচনায় নিয়ে মনোনয়ন পুনর্মূল্যায়ন করা হোক।