ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকার রুটসহ বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সরকারের হঠাৎ এ সিদ্ধান্তের কারণে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ রুটের হাজার হাজার যাত্রী।
রোববার সন্ধ্যার পর বিআইডব্লিটিএর এমন সিদ্ধান্তের পর বাধ্য হয়েই লঞ্চঘাট ত্যাগ করেন কয়েক হাজার যাত্রী।
বরিশাল বিআইডব্লিউটিএ সূত্র জানায়, হঠাৎ করে ঘন কুয়াশা পরার কারণে নৌ দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। নৌ দুর্ঘটনা ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আকস্মিক এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল স্থগিত থাকবে।
বরিশাল যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির সূত্র জানায়, রোববার রাত ৯ টার দিকে বরিশাল টার্মিনাল থেকে এমভি এমন খান-৭, এমভি পারাবত-১০, এমভি পারাবত-১২, সুরভী-৭ ও ভায়রা রুটসহ পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় কেবিন যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে।
যাত্রীরা জানান, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া সপ্তাহের প্রথম দিন হওয়ায় বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না, ফলে তারা দ্বিগুণ সমস্যার মুখোমুখি হয়েছেন। এছাড়া জরুরী প্রয়োজনে অনেকে দুই থেকে তিন গুন অতিরিক্ত টাকা খরচ করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
এ বিষয়ে বরিশাল বরিশাল বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. সোলেয়মান বরিশালের অভ্যন্তরীণ রুটসহ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্তে নেয়া হয়েছে।