চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫ জনকে আটক করেছে বিজিবি।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপি এলাকা থেকে তাদের আটক করে। এর মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে। আটকদের মধ্যে একই পরিবারের জন্য ৪ জন রয়েছে। তাদের বাড়ি নড়াইল জেলায়। অন্যজনের বাড়ি বাগেরহাট জেলায়।
১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, ভারতের ৮৮ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা তাদের শনিবার রাতের আঁধার বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, আটককৃতদের বিজিবি তাদের কাছে হস্তান্তরের জন্য নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এ সীমান্ত দিয়ে গত ১৪ ডিসেম্বর ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৫ জন বাংলাদেশীকে আটক করে বিজিবি।