হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

রংপুরের পীরগাছায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জ্ঞানেন্দ্র নারায়ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (জে এন) ও পাওটানা হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সফলভাবে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ছোট-বড় শিক্ষার্থীদের পদচারণায় সরগরম হয়ে ওঠে। সকাল ১০টার আগেই শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রের প্রাঙ্গণগুলো যেন এক মিলনমেলায় পরিণত হয়।

উপজেলার দুটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। ৪র্থ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জ্ঞানেন্দ্র নারায়ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ১০৭৪ জন এবং পাওটানা হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র, চোখেমুখে প্রত্যাশা ও উত্তেজনা। পুরো এলাকা জুড়ে ছিল এক ভিন্ন রকম আবহ।

পরীক্ষার আগে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রচারণা চালান। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করেন এবং পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশীদ মুকুল, উপজেলা জামায়াতের মনোনীত ভাইস চেয়ারম্যান মাও. মোস্তাক আহমদ, কিশোর কন্ঠ জেলা প্রতিনিধি আহমেদ ফয়সাল।

জামায়াতের পীরগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশীদ মুকুল বলেন, এ মেধা প্রতিযোগিতায় সাধারণ ছাত্রদের অংশগ্রহণ একটা পজেটিভ সাইন। অভিভাবকদের সন্তানদের এসব কর্মসূচীতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা খুব ভালো লেগেছে।

কিশোর কণ্ঠের রংপুর জেলা চেয়ারম্যান ফিরোজ মাহবুব বলেন, আজ রংপুর জেলায় মোট ১২ হাজার শিক্ষার্থী মোধা ভিত্তিক পরিক্ষায় অংশগ্রহণ করেছে। পরিক্ষায় মাদরাসা, স্কুল ও কারিগরির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আমরা চাচ্ছি সারা দেশের শিক্ষার্থীদের কাছে কিশোর কণ্ঠ পৌঁছে দিতে। এর মাধ্যমে তারা নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে।

রংপুর জেলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের প্রতিনিধি আহমেদ ফয়সাল বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতার মনোভাব ও আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ উপজেলা পরিচালক সেলিম আহমেদ, সহ. পরিচালক ফকির আ. রহিম, হল সচিব রবিউল ইসলাম রবি, শৃঙ্খলা বিভাগের দায়িত্বে ছিলেন মোজাহিদ হোসেন লাবিব, রবিউল প্রমুখ।

সিলেটে সিপিবি-বাসদের ২৩ নেতাকর্মী আটক

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গণঅনশন

সাঘাটায় ১১ ইটভাটার পরিবেশের ছাড়পত্র নেই তবুও মিলেছে বিদ্যুৎ সংযোগ

১৫০০ রানার দৌড়ালেন কক্সবাজার ম্যারাথনে

মওদূদী নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন

নীলফামারীতে অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

আমার দেশ প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

লন্ডন গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা

স্বৈরাচারী সরকারের সময় দলবাজি করে অনেক শিক্ষক চাকরি নিয়েছেন

সাপের ছোবলে মারা গেলেন কৃষক