নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদের জমি দখল করে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগের সামনের সড়কের উত্তর পাশের অংশ দখল করে এ কার্যালয়ের সাইনবোর্ড সাঁটানো হয়েছে। যদিও এখনো কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি।
স্থানীয় দোকান মালিকরা জানান, সড়কের দুই পাশেই জেলা পরিষদের জমি রয়েছে এবং এসব জমি লিজ দেওয়া বর্তমানে বন্ধ। তবে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসব জমিতে মার্কেট নির্মাণ করে দোকান ভাড়া দিচ্ছেন। অনেক ব্যবসায়ী ভাড়া নিয়ে সেখানে ব্যবসা পরিচালনা করছেন, আবার কেউ কেউ নিজ উদ্যোগে দোকান নির্মাণ করেছেন বলেও জানান তারা।
তারা আরো বলেন, পঞ্চবটি পাঁচতলা কলোনীর সামনের যে দোকানটি বর্তমানে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে দখল করা হয়েছে, সেটি আগে নারায়ণগঞ্জের প্রবাসীদের দ্বারা গঠিত ‘প্রবাসী কল্যাণ সমিতি’র কার্যালয় ছিল। এক সপ্তাহ আগে হঠাৎ করেই ওই কার্যালয় দখলে নেয় বিএনপি নেতারা। এ সময় আগের সাইনবোর্ড খুলে ফেলে সেখানে থানা স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয়ের সাইনবোর্ড লাগানো হয়।
এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন সরকারি জমি দখলের বিষয়টি স্বীকার করে বলেন, ওই মার্কেটে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসী কিলার বাবুর আস্তানা ছিল। ৫ আগস্টের পর বাবু কিছুদিন আত্মগোপনে থাকলেও প্রায় ছয় মাস আগে এলাকায় ফিরে এসে পঞ্চবটি বন বিভাগের সামনে আবার আস্তানা গড়ে তোলে। সম্প্রতি তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালেও গ্রেপ্তার সম্ভব হয়নি, তবে তার আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রবিন আরো বলেন, আমরা বাবুর আস্তানা গুড়িয়ে সেখানে দলের সাইনবোর্ড সাঁটিয়েছি। সরকারি জমি দখল করা ঠিক হয়নি, তবে ওই সন্ত্রাসীর আস্তানা ভাঙতে এ পন্থা অবলম্বন করতে হয়েছে।
এদিকে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে সরকারি জমি দখলের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের দখল ও রাজনৈতিক প্রভাব বিস্তারের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী মাশফাকুর রহমানকে কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।