হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারার যাত্রী ছাউনি এলাকায় শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন। অপরদিকে শনিবার সকালে ভেড়ামারা পৌরসভার সামনে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স এসি বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মিরপুরের বিজনগর এলকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম হোসেন (১৭) ও একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রশীদ (১৮)।

প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ যাত্রী ছাউনি এলাকায় মোটরসাইকেল ও মিনি ট্রাকের (রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের সুজুকি জিক্সার ১৫০ সিসি) মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেলে থাকা গুরুতর আহত তরুন সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮) কে স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিনি ট্রাক ও মোটরসাইকেলটি ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে নেয়।

অপরদিকে ভেড়ামারা পৌরসভার সামনে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স এসি বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই ১ জন ও হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেভিল হান্টে আ. লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

ঢাকার পর কুমিল্লায় মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

বহিষ্কৃত সাবেক শিবিরের উপজেলা সভাপতি দেশীয় অস্ত্রসহ আটক

দিনাজপুরে খামার আগুনে লেগে নিঃস্ব হলো একটি পরিবার

কিশোরগঞ্জে মশাল মিছিলে বিএনপি নেতার মৃত্যু

থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিএনপি প্রার্থী

সিলেটে ১০৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মামনা

বিপ্লবী হাদিদের স্মরণে চাটমোহরে গ্রাফিতি

অদুদ চৌধুরীর অবদান রাউজানের মানুষ মনে রাখবে: গিয়াস কাদের

সুনামগঞ্জ- ৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল