মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪) অবশেষে পুলিশের অভিনব কৌশলের ফাঁদে ধরা পড়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্তঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেলেই তিনি গা-ঢাকা দিতেন। তার একাধিক সোর্স থাকায় আগাম খবর পেয়ে প্রতিবারই গ্রেপ্তার এড়াতে সক্ষম হতেন।
এ পরিস্থিতিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় এএসআই শরাফত আলী অভিনব এক কৌশল গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারী সেজে এবং সঙ্গীয় ফোর্স সদস্য মো. রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর দেখা যায়, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছেন। পরিস্থিতি বুঝে ওঠার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এএসআই শরাফত আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে তাকে ধরার চেষ্টা করছিলাম। সে খুবই চতুর-সামান্য পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। তাই এবার কৌশল বদলে ছদ্মবেশে অভিযান চালিয়ে সফল হয়েছি।’
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আসামি গ্রেপ্তারে পুলিশের এই অভিযান সত্যিই প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও পদ্ধতি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।’
গ্রেপ্তার স্বপন মিয়াকে থানায় রাখা হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।